শ্বশুরবাড়ির
লোকজনের দেয়া আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রামে গৃহবধূ মারা গেছেন। নিহতের নাম শাহিদা আক্তার।
এক লাখ টাকা যৌতুক দাবিতে শাহিদার গায়ে আগুন দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫
দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে শাহিদা
মারা যান। তার বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে। বাবার নাম নুরুজ্জামান।
এ
ঘটনায় শাহিদার মা শাসছুন নাহার বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করেছেন। মামলায়
স্বামী রাসেল হোসেন, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে আসামি করা হয়েছে বলে আনোয়ারা থানার ওসি
দুলাল মাহমুদ জানান। আসামিরা সবাই পলাতক।
নিহতের
পারিবারিক সূত্র জানায়, ১৮ জুন শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য স্বামী রাসেল হোসেন শাহিদা
আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্র্তি করা হয় তাকে।
চিকিৎসাধীন
অবস্থায় শনিবার বিকালে তিনি মারা যান। ২০১০ সালে শাহিদার বিয়ে হয় রাসেলের সঙ্গে। বিয়ের
পর থেকে রাসেল যৌতুকের জন্য শাহিদাকে নির্যাতন করে আসছিল। তাদের সংসারে রাহাত নামে
৫ বছরের একটি ছেলে রয়েছে। কিছুদিন আগেও যৌতুক নিয়ে স্বামী রাসেল শাহিদাকে মারধর করলে
ঘরোয়াভাবে সালিশি বৈঠক হয়।
সালিশি
বৈঠকে স্ত্রীকে আর মারধর করবে না এমন মুচলেকা নিয়ে শাহিদাকে শ্বশুরবাড়ি নিয়ে যায়। যাওয়ার
১৫ দিনের মধ্যে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী রাসেল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন
ধরিয়ে দেয় বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সূত্র:
দৈনিক যুগান্তর