আগামী রবিবার ১০ জুন একাদশী তিথি। একাদশী প্রতি মাসেই আসে, কিন্তু এই 
একাদশীটি একটি বিশেষ একাদশী। কেননা এটি অধিক মাস বা পুরুষোত্তম মাসের 
একাদশী। এমন তিথি প্রতি ৩ বছরে একবার আসে। সনাতন ধর্ম অনুসারে, এই বিশেষ 
তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারলেই অর্থাগম-সহ সৌভাগ্যের উদয় 
হবে জীবনে।
আগে জেনে নেওয়া যাক, অধিক মাস কী। সৌর বৎসর ৩৬৫ দিনে ও চন্দ্র বৎসর ৩৫৫ 
দিনে। এই কারণেই প্রতি বছরের ১০ দিন করে ধরলে তিন বছরে ৩০ দিন অর্থাৎ একটি 
মাস অতিরিক্ত হয়। তাই তিন বছরে ওই অতিরিক্ত মাসকে অধিক মাস বা মল মাস বলে। 
সাধারণত মল মাসে কর্মকাণ্ড অশুভ বলে ধরা হয়। তাই বিয়ে বা অন্য শুভ অনুষ্ঠান
 এই মাসে হয় না। কিন্তু ব্রজধামে এই মাসই পুরুষোত্তম মাস। শাস্ত্র 
জানাচ্ছে, এই মাসে শ্রীহরিনাম সংকীর্তন করা অত্যন্ত শুভ ও ফলদায়ক।
এবার জেনে নিন এই রবিবারে কোন কোন কাজে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন—
অধিক মাসের এই একাদশীতে শ্রীকৃষ্ণের পুজো করার সময়ে কৃষ্ণমূর্তির সামনে 
পয়সা রেখে দিন। পুজোর পরে ওই পয়সা মানিব্যাগে রেখে দিন। এতে ধনলাভের 
সম্ভাবনা বেড়ে যায়। 
এছাড়া এই দিনে মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের পুজো দিলে সাদা মিষ্টি বা 
ক্ষীর নিবেদন করুন শ্রীকৃষ্ণকে। সেই সাদা মিষ্টান্নর মধ্যে যেন তুলসী পাতা 
থাকে। এতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন।
একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে গঙ্গাস্নান করুন। সনাতন ধর্ম জানাচ্ছে, 
এই দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের সমস্ত 
মনোবাঞ্ছা পূর্ণ হয়।     
