ঐন্দ্রিলা সেন এখন প্রতি সন্ধেয় আপনাদের ড্রইংরুমে হাজিরা দেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। সেখানে নায়ক বিক্রমের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আলোচনা চলে অনুরাগীদের মধ্যে। কিন্তু এই শুটিংয়ের চাপেই নাকি ব্যক্তিগত জীবনে নিজের ‘নায়ক’কে একেবারেই সময় দিতে পারছেন না ঐন্দ্রিলা!
আসল বিষয়টা ঠিক কী? ব্যক্তিগত জীবনে ঐন্দ্রিলার নায়ক কে?
ক্রয় করুন http://www.bongshi.org থেকে |
অঙ্কুশের সঙ্গে যে ঐন্দ্রিলার প্রেমের সম্পর্ক রয়েছে তা টলি পাড়ার প্রায় সকলেই জানেন। দর্শকদের কাছেও তাঁদের রসায়ন অজানা নয়। কিন্তু শুটিংয়ের চাপে একসঙ্গে সময় কাটাতে পারছিলেন না দু’জনে। সেই আক্ষেপ এ বার মিটল।
সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘এটাকেই বলে টাইমপাস অ্যাটিটিউড।’ অর্থাত্ শুটিংয়ের মধ্যেও নিজেদের জন্য সময় বের করতে পেরেছেন তাঁরা।
‘ফাগুন বউ’ নিয়ে এখন ব্যস্ত ঐন্দ্রিলা। অন্যদিকে বেশ কিছুদিন অনস্ক্রিন অনুপস্থিত থাকার পর বাবা যাদবের পরিচালনায় ‘ভিলেন’ ছবি দিয়ে ফের অভিনয়ে ফিরছেন অঙ্কুশ। ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী।