সোমবার অভিনেত্রী অপু বিশ্বাস ওই প্রতিষ্ঠানের আয়ুর্বেদ সেবার উদ্বোধন করেন।
রূপচর্চা ও সৌন্দর্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ভোগ লাইফস্টাইল লাউঞ্জ’। ভোগ আয়ুর্বেদ নামে একটি নতুন সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
৯ জুলাই, সোমবার সেবাটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলাম ও চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।
ভোগ লাইফস্টাইল লাউঞ্জের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় অবস্থিত ভোগ লাইফস্টাইল লাউঞ্জে ফিতা কাটেন অপু। উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘রূপচর্চা ও সৌন্দর্যচর্চা রাজধানীর মানুষের জন্য ভোগ আয়ুর্বেদ একটি নতুন মাত্রা যোগ করবে। আর যেহেতু এটা আয়ুর্বেদ সেবা, তাই আশা করা যাচ্ছে এতে রাসায়নিক পার্শ্বপ্রতিক্রিয়া তেমন একটা থাকবে না।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোগ আয়ুর্বেদ সেবার পাশাপাশি আরও বেশ কয়েকটি সেবা চালু রয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জের। এর মধ্যে রয়েছে শিরোধারা (মেডিকেটেড অয়েল ডিপ ফর হেড), অভিঅঙ্গম (ফুল বডি ম্যাসাজ), রেজুভিনেশন ম্যাসাজ (ফুল বডি ম্যাসাজ), আয়ুর্বেদা ফোর হ্যান্ড মাসাজ (ফুল বডি মাসাজ) প্রভৃতি।