ভদ্রতার
খাতিরে এবং তার প্রতি সম্মান রাখার জন্য একজন ভদ্রলোকের সাথে দেখা করতে হয়েছিলো। প্রথম
বা শেষবারের মতো ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন। দেখা
হওয়ার কিছুক্ষণের মাথায় উনি বলে বসলেন, ''আপনার হাতগুলো সুন্দর না।''
আমি
তার প্রতিউত্তরে কি বলবো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। মাথায়
শুধু কিছু জিনিষ ঘোর-পাক খাচ্ছিল, কার হাত সুন্দর হওয়ার কথা ভাবছেন যে কিনা ওই অসুন্দর হাতগুলো নিয়েই বিউটি কুইন খেতাব অর্জন করেছে, যে কিনা নিজ হাতে বিমানের প্রপেলর, এইলেরন, ইঞ্জিন, গিয়ার (বিমানের চাকা) এসবের গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করে নিজ হাতে নিজে বা নিজ ছাত্রকে নিয়ে নিরাপদে উড়ার আগে, নাকি যে একজন মা, সন্তান অসুস্থ হলে বা সন্তান রিলেটেড যেকোনো কাজে হাত বাড়ানোর দরকার হলে, সেটি হতে পারে রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা পর্যন্ত। তার
হাত কিভাবে সুন্দর আর মলিন হবে, আমার জানা নেই।
সামনের
মানুষটির মূল্যায়ন বা সম্মান করা এক ধরনের ভদ্রতা। বাহ্যিক
সৌন্দর্য দিয়ে নয়, গুন দিয়ে।
শিক্ষা/
শিক্ষাগত যোগ্যতার সাথে যখন ভদ্রতা যোগ হয়, তখনই বের হয়ে আসে আসল ব্যক্তিত্ব ! ভদ্রতা রপ্ত করতে হয়, কোন পুঁথিগত বিদ্যা নয় !!
(ফেসবুক
থেকে সংগৃহীত)