ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে বিখ্যাত টিলেওয়ালি মসজিদের সামনে মূর্তি স্থাপানের উদ্যোগ নিয়েছে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজেপি
শাসিত ওই এলাকায় হিন্দু ধর্মালম্বীদের ভগবান রামের ছোটভাই লক্ষণের মূর্তি স্থাপন করা হচ্ছে।
সম্প্রতি
লক্ষনৌ পৌর কর্পোরেশনের এক বৈঠকে লক্ষনৌয়ের ওই মসজিদ সংলগ্ন এলাকায় লক্ষণের মূর্তি স্থাপনের প্রস্তাব দেয়া হয়। বিজেপির
স্থানীয় নেতা রামকৃষ্ণ যাদব ও মুখ্যসচেতক রজনীশ গুপ্তার এ প্রস্তাবে সবুজ সংকেত দেয়া হয়েছে।
বিজেপির
মুখপাত্র মণীশ শুক্লার দাবি করেছেন, ‘ওই মূর্তিস্থাপনে সমাজে একটা ভালো বার্তা পৌঁছবে। কারণ,
লক্ষণই লক্ষনৌয়ের পরিচয় বহন করছে।’
অন্যদিকে
মসজিদটির ইমাম মাওলানা ফজলে মান্নান বলেছেন, ‘ঈদ এবং অন্যান্য উৎসবের সময় লাখো মুসলিম এই মসজিদের বাইরে এমনকি সড়কেও নামাজ আদায় করেন। কিন্তু
মসজিদের বাইরে মূর্তি স্থাপন হলে মানুষজন সেখানে নামাজ পড়তে পারবে না।
বিজেপি
নেতাদের সাম্প্রতিক এ সিদ্ধান্তে ওই এলাকা দুই সম্প্রদায়ের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।