ক্রিকেট টিমের মালিক হচ্ছেন বলিউড তারকা ও এক সময়ের পর্নস্টার সানি লিয়ন। বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে সানি লিয়ন টিম কিনছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে৷
ওই টিমের নাম হবে চেন্নাই সোয়েগার’৷
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সেলিব্রেটিদের নিয়ে আয়োজিত বক্স ক্রিকেট লিগে সানির টিমে থাকবেন সংগ্রাম সিংহ, মৌনি রায়ের মতো অভিনেতারা৷ এ বিষয়ে সানি বলেন, ছোটবেলা থেকে ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন।
ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে। তাই ক্রিকেট টিম কেনার সিদ্ধান্ত নিয়েছি। ড্যানিয়েলের
সঙ্গে দীর্ঘ দিন সংসার করা সম্পর্কে তিনি বলেন, ও আমার সেরা বন্ধু। আমরা একসঙ্গে সুসময় ও দুঃসময় কাটিয়েছি। আমি সর্বদা সব বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে পারি। ও সব সময় আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।