বদ্ধ ঘরের ভেতরে বসেই জানা যাবে বৃষ্টির খবর। আর এই খবরটি জানান দিবে ‘রেইন সিগনাল অটোমেশিন’। যার মাথা থেকে বেরিয়ে এসেছে প্রযুক্তিটি তিনি হচ্ছেন আমিনুল। নাটোর জেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এই তরুণ উদ্ভাবক। তার আবিষ্কারকৃত ডিভাইসটি বৃষ্টির সময় কাজ করবে সক্রিয়ভাবে। ঘরের ভেতর থেকে জানা যাবে বৃষ্টির খবর। বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সিগনাল দিতেও সক্ষম।
তরুণ উদ্ভাবক বাঘা উপজেলার মর্শিদপুর গ্রামের তমেজ উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম। সংক্ষিপ্ত বর্ণনায় তিনি জানান, কোন একদিন পাঁচতলা দালানের ছাদে শুকাতে দেয়া সব কাপড় ভিজে গিয়েছিল তার। ভেতরে বসে বৃষ্টির খবর জানতে না পেরে কাপড়গুলো ভিজে যায়। তখন থেকেই তিনি এ নিয়ে ভাবতে শুরু করেন। এক বছরের প্রচেষ্টায় দেশজ অবকাঠামোয় তৈরি করা হয়েছে ‘রেইন সিগনাল মেশিন’। নিজস্ব প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হয়েছে দেশি সরঞ্জাম। ট্রান্সফরমার, এনটিনিয়ার, ফ্যান, কলিংবেল, স্টিল ক্যাসিং, ব্যাটারি এবং ইনডিকেটর বাল্ব ও সি ওয়ান ইনটিগ্রেটেড সার্কিটের সম্মিলন ঘটিয়ে মেশিনটি তৈরি করা হয়েছে। বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মোবাইল কল ও এসএমএস করে তথ্য জানিয়ে দিতে পারে এবং বৃষ্টি চলাকালীন সার্বক্ষণিক ইনডিকেটর সিগনাল দেয়। কলিং বেলে উচ্চ শব্দ সৃষ্টি করে সঙ্কেত দিতে সক্ষম। ডিভাইসটি বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সিগনাল দিতেও সক্ষম। ওয়াটার সেন্সর মেশিনটি ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং লোডশেডিং সঞ্চিত বিদ্যুৎ দিয়ে কার্যকরী থাকে। এনটিনিয়রের মাধ্যমে এর কার্যকারিতা পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। তবে মাঠ পর্যায়ে ডিভাইসটির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। তরুণ এ উদ্ভাবক জানান, প্র্যাকটিক্যালি ডিভাইসটি ব্যবহার ও এ বিঘয়ে সংশ্লিষ্টদের পরামর্শসহ সহযোগিতা পেলে আরও আধুনিক করে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত করতে পারব। বহির্বিশ্বেও এর চাহিদা তৈরি হতে পারে। উদ্ভাবক প্রত্যাশা করছেন, উদ্ভাবনটি ব্যবহারের জন্য ডিভাইসটির উপযুক্ততা পরীক্ষণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা পাবেন। এর রক্ষণাবেক্ষণ খুব ব্যয়বহুল নয়। ব্যাটারিসহ মেশিনটি তৈরিতে খরচ হবে মাত্র ১ হাজার ৩০০ টাকা। তবে তৈরি করতে গিয়ে এর চেয়ে বেশি টাকা খরচ হয়েছে বলে জানান এ তরুণ উদ্ভাবক।সমপ্রতি বাঘায় প্যারাডাইস ক্যাডেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এর কার্যকারিতা উপস্থাপন করেন উদ্ভাবক আমিনুল ইসলাম।
-গোলাম তোফজ্জল কবীর মিলন : মার্চ ২৫, ২০১৪, ০১৭৭৩৬৯৪৪৬৯