বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল ও দশমিনায় উপজেলায় ২শ চাষীদের মধ্যে জিংক ধানের বীজ বিতরন করা হয়। গতকাল বৃহসপতিবার  সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বীজ বিতরন করেন। পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানইজেশন (পিডিও) এবং হারভেস্ট  প্লাস আয়োজিত বিতরনী সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সরোয়ার জামান. সহকারী কৃষি কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ।  অনুষ্ঠান পরিচালনা করেন পিডিও নির্বাহী পরিচালক এইচ এম মুনসুর।
 সভায় জিংক সুবিধা পুষ্টিমান, রোপন প্রক্রিয়া  বিষয় কৃষকদের মধ্যে ধারনা প্রদান করেন। পিডিও নির্বাহী পরিচালক এইচ এম মুনসুর শাহজাহান প্রতিনিধি জানান। হারভেস্ট প্লাস সহযোগিতায় পিডিও সংস্থার মাধ্যমে উপজেলার চাষীদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের  বীজ দেওয়া হয়। প্রত্যেক কৃষক  ৩ কেজি করে বীজ বিতরন করেন। এবং উপজেলার কৃষকদের  মধ্যে  ২শ মিনিকেট এবং ১৪ টি ডিমও বিতরন  করা হয়।
 
Top