নিজস্ব সংবাদদাতা ফুলতলা(খুলনা)।। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ফুলতলার জামিরা সড়কে একটি বিকাশ পয়েন্ট থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় জাল ৫ হাজার টাকার নোট সহ বাদল (২৯) নামে এক যুবককে থানায় সোপর্দ করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট বিকাশ পয়েন্টের মালিক সন্তোষ কুমার জানান, বিকাল সাড়ে ৫টার সময় নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানার রাধা নগর গ্রামের বাসিন্দা বাদল (২৯) নামে এক যুবক ৫ হাজার টাকা বিকাশ করার জন্য আসে। ১ হাজার টাকার ৫ খানা নোট প্রদান করলে যাচাই বাচাই করে দেখা যায় এ মধ্যে ৪ হাজার জাল টাকার নোট। সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এস. আই খায়রুল আলম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।