নিজস্ব সংবাদদাতা ফুলতলা(খুলনা)।। র‌্যাব- এর একটি দল গতকাল বুধবার সন্ধ্যায় ফুলতলা বাসষ্ট্যান্ড এলাকায় আনন্দ হোটেল এন্ড সুইটস থেকে শহিদুল ইসলাম খোকন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার পুর্বক থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, র‌্যাব- এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ সুইটস অভিযান পরিচালনা করে। সময় যশোর জেলার অভয়নগর থানার বাগুটিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র ইয়াবা ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকন (৩২) কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। পরে তাকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়। ফুলতলা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
 
Top