দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী  ফিরোজ খান (২৮) ও বদরপুর ইউনিয়নের ফিরোজ চৌকিদার (৩০) নামে দুই যুবককে ১৭ পিস ইয়াবা সহ আটক করেছে দুমকি থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় জামলা উচা ব্রিজ এলাকা থেকে ফিরোজ খানকে আটক করে সিগারেটের প্যাকেটে থাকা ১৪ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। রাতে থানাব্রিজ এলাকায় মটর সাইকেল থামিয়ে তল্লাশি করে  বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের ফিরোজ চৌকিদার নামেআর এক যুবককে তিন পিস ই্য়াবা সহ গ্রেফতার করে এএসআই আবদুল আউয়াল । কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অজ্ঞাত আইডিতে দুমকি উপজেলার মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ করলে টনক নড়ে থানা পুলিশের। ফেইসবুকে প্রকাশিত তালিকাভুক্তদের ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষ করে অভিযানে নেমে প্রথম দিনেই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। অভিযান পরিচালনার দায়িত্বে থাকা এএসআই আউয়াল সাংবাদিকদের সহায়তা চেয়ে প্রতিবেদককে বলেন দুমকিকে অচিরেই মাদকমুক্ত ঘোষনা করা হবে।গ্রেফতার কৃত ফিরোজ খানকে মাদক আইনে মামলা দায়েরকরে আদালতে সোফর্দ করা হয়েছে। ফিরোজ চৌকিদারকে প্রথম শ্রেনীর ম্যজিসট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতে মাদক বহন,ক্রয়-বিক্রয এর অপরাধে ৬মাসের কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরন করেন।
 
Top