বাউফল
প্রতিনিধি
পটুয়াখালীর
বাউফল উপজেলার এক সংখ্যালঘুর ঘরে আগুন দিয়ে ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় একদল দুবৃর্ত্তরা।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে গিয়ে কোন সহযোগিতা না পেয়ে ভূক্তভোগিরা
আদালতে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার সকালে দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামে
ওই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের
পুতুল বেপারির সাথে প্রতিবেশি রাজ্জাক গাজীর ছেলে জসিম গাজী, আলতাফ গাজী ও নাসির গাজীর
সাথে ১ একর ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছিল। ওই জমিকে তারা কৌশলে
শক্র সম্পত্তি বানিয়ে লিজ নিয়ে ভোগদখল করত। তাদের ভোগ দখলের বিরুদ্ধে পুতুল বেপারি
আদালতের শরনাপন্ন হলে দীর্ঘদিন পর চলতি বছরের ২৭ মে পুতুল বেপারির পক্ষে রায় পায়। গতকাল
সকালে পুতুল বেপারি ওই জমিতে চাষাবাদ করতে গেলে আলতাফ গাজীর নেতৃত্বে জসিম গাজী ও নাসির
গাজীসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুতুল বেপারির
গরু ঘরে আগুন দেয় এবং বসতঘর থেকে পুতুল বেপারির স্ত্রী শিল্পী রানী, ছেলে মিন্টু, মেয়ে
সাথী রানীসহ ৭ জনকে বের করে দিয়ে ব্যপক ভাংচুর করে এবং স্বর্নালংকার ও গরু ও গাছ বিক্রির
নগদ ৬০ হাজার টাকা লুট করে নেয়। ঘটনার পর পুতুল বেপারি স্থানীয় মেম্বর সুলতান গাজী
ও চেয়ারম্যান এনএম জাহাঙ্গীরের কাছে গেলে তারা আদালতের শরনাপন্ন হওয়ার কথা বলে এড়িয়ে
যান। নাম প্রকাশে অনিচ্চুক এক প্রতিবেশি জানান, ওই গাজী পরিবার স্থানীয় ভাবে প্রভাবশালী
হওয়ায় কেউ তাদেও বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে জসিম গাজী জানান, জমিতে চাষাবাদ করতে নিষেধ
করা হয়েছিল এটা সত্য। কিন্তু ঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা মিথ্যা। পতুল বেপারি জানান,
স্থানীয়দের কাছ থেকে সহযোগিতা না পেয়ে আদালতে এসেছি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মাসুদুজ্জামান জানান, তারা ওই ঘটনা সম্পর্কে কিছুই জানেননা। ব্ষিয়টি খোজ নিয়ে
দেখছি।