দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালীর দুমকিতে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় উপজেলার জামায়াত শিবিরের নেতা কর্মীদের বাসায বাসায় রাতভর তল্লাশী চালিয়ে শিবির সন্দেহে ঝাটরা গ্রামের আরিফুর রহমান (২০) গাবতলি গ্রামের বশার (২২) ও জামায়াত সন্দেহে দক্ষিন পাঙ্গাশিয়া গ্রামের মাও. আনোয়ার হোসেনকে আটক করে দুমকি থানা পুলিশ । দুমকি থানা অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করে বলেন জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালে নাশকতা সৃষ্টির আশংকা থেকেইএ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন আটক কৃত সবাই জামায়াত-শিবিরের সমার্থক ।
 
Top