দশমিনা
প্রতিনিধি: 
পটুয়াখালীর
দশমিনায় জুন সম্পন্নে বিশেষ
বরাদ্দের অর্থ ফেরৎ দেয়া
হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা
গেছে, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান এড. ইকবাল মাহমুদ
লিটন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য চলতি বছরের
২৩ জুন ৫৫ লাখ
২০ হাজার টাকা বিশেষ
বরাদ্দ আনেন। ওই বরাদ্দের
অনুকূলে নির্ধারিত সময়ের মধ্যে কোন
কাজ সম্পন্ন না করে জুন
সম্পন্নে অর্থ ছাড় করতে
চাইলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে
বরাদ্দের অর্থ আটক করা
হয়। পরে উচ্চ মহলের
তদবিরে বরাদ্দকৃত অর্থের এক-চতুর্থাংশ
১৩ লাখ ৮০ হাজার
টাকা প্রদান করা হয়েছে
বলেও দপ্তর সূত্রে জানিয়েছে।
