কৃষ্ণ কর্মকার, বাউফল
'মায়েরাই হচ্ছে শিশুদের প্রকৃত শিক্ষক' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে
পটুয়াখালীর বাউফলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো ব্যাতিক্রমি এক
মা সমাবেশ। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার কর্পূরকাঠী
ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনারম্বও অনুষ্ঠানের মধ্য দিয়ে
মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় দুই শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষের সভাপতিত্বে ব্যাতিক্রমি ওই
মা সমাবেশে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল
মাহমুদ জামান এবং বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. জামাল
উদ্দিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন
মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি জানান, তিন বছর পূর্বে এই
বিদ্যালয়ে যোগদান করার পর বিদ্যালয়ের তিনশত বারোজন শিক্ষার্থীর শিক্ষার
মান উন্নয়নের জন্য বিভিন্ন্ পরিকল্পনা গ্রহন করেন। সেই পরিকল্পনার অংশ
হিসেবে প্রতি বছর অর্ধ-বার্ষিক পরীক্ষার পর শিক্ষার্থীদের ফলাফল সরাসরি
মায়েদের হাতে তুলে দেওয়া। এবং মায়েদের সাথে তার সন্তানদের ফলাফল মূল্যায়ন
ও সার্বিক আলোচনা করে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মায়েদের কর্তব্য
সম্পর্কে অবহিত করা। প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীর অভিবাবক
হিসেবে বেছে নিয়েছেন তাদের মায়েদের। তিনি মনে করেন, মায়েরাই হলো প্রকৃত
শিক্ষক। তার এই উদ্দ্যোগের সফলতা ঈর্ষনীয়, তিন বছর পূর্বে এই বিদ্যালয়ে
পাশের হার পঞ্চাশ শতাংশ ছিল বর্তমানে বিদ্যালয়ের পাশের হার শতভাগ। এই
সফলতার সহযাত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন ও এলাকার গন্যমান্য
ব্যাক্তিরা।
সমাবেশে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল
মাহমুদ জামান বলেন, এ রকম একটি উদ্দোগ অনুকরনীয়। এ ধরনরে উদ্দ্যোগে
শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নের ব্যাপক ভ'মিকা রাখতে পারে।