বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় মৎস চাষে সফলতার জন্য সফল তিন যুবককে পুরুস্কৃত করেছে মৎস বিভাগ। গতকাল উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বেলা বোরোটার দিকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই যুবকদের পুরুস্কৃত করা হয়। পুরুস্কৃত সফল যুবকরা হলো, দাসপাড়া গ্রামের সাইফুল ইসলাম রিপন, মজিবর মৃধা ও নাজিপুরের সাইফুল ইসলাম। এদের সকলকে বিশেষ উপহার ও ক্রেষ্ট দেওয়া হয়। এর আগে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ্ আল মাহমুদ জামানের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, এ ছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া, বাউফল থানার ওসি আ জা ম মাসুদ্দুজামান, জেলা নির্বাহী মেজিষ্ট্রেট আলমগীর হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন প্রমুখ।
 
Top