বিলাইছড়ি:
রাঙ্গমাটির বিলাইছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৩৩ লাখ ৯৬ হাজার শত ৩২ টাকা ফেরত গেছে ২০১৪-২০১৫ অর্থবছরে উল্লেখিত টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করায় অব্যয়িত হিসেবে উক্ত টাকা ফেরত চলে যায়
সূএ জানায়, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা- শাখা কর্তৃক ৯জুন তারিখে ২৬ লাখ ৯৯ হাজার ১১জুন তারিখে ২৫ লাখ টাকাসহ মোট ৫১ লাখ ৯৯ হাজার টাকা বিলাইছড়ি উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেয় কিন্তু অর্থ বছরের শেষ পর্যায়ে উক্ত বরাদ্দ পাওয়ায় সময় স্বল্পতার জন্য প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করা অসম্ভব হওয়ায় বরাদ্দের ৭০ শতাংশ অর্থ ফেরত যায় বলে উপজেলা প্রকৌশলী বদর উদ্দিন আহমদ জানিয়েছেন তিনি বলেন, দরপএ আহবান থেকে ওয়ার্ক অর্ডার দেয়া পর্যন্ত ৪২ দিন সময় লাগে, এক্ষেএে ১৫ জুন তারিখে বরাদ্দ পাওয়ায় এই উপজেলায় প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়া সম্ভব হয়নি
উপজেলা প্রকৌশলী আরও বলেন, প্রাপ্ত অর্থের ৩০ শতাংশ থেকে ১০টি প্রকল্পে ১৮ লাখ হাজার শত ৬৮ টাকা উন্নয়ন প্রকল্পে খরচ করে বরাদ্দের অবশিষ্ট ৩৩ লাখ ৯৬ হাজার শত ৩২ টাকা ফেরত চলে যায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে উক্ত টাকা ফেরত চলে যাওয়ায় বিলাইছড়িতে জনপ্রতিনিধি স্থানীয় সচেতন মহল অসন্তোষ ক্ষোভ প্রকাশ করেন
এদিকে বিলাইছড়ি উপজেলায় ১৯ মার্চ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদটি শুন্য থাকায় এই পদের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না ফলে অনেকদিন ধরে এই উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরকে কাপ্তাইয়ে ইউএনও নিকট গিয়ে ফাইলে স্বাক্ষর করিয়ে দাপ্তরিক কাজ করতে হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এঅবস্থায় বিলাইছড়ি উপজেলায় উন্নয়ন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে

 
Top