নিজস্ব সংবাদদাতা, ফুলতলা (খুলনা)।। ফুলতলা থানা পুলিশ গতকাল বাজার চৌরাস্তার মোড় থেকে পিচ ইয়াবা সহ বন্যা খাতুন (২২) কে আটক করে। পুলিশ জানায়, এস.আই ইয়াসিন আলম চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা এলাকার খাজানা হোটেলের সম্মুখ থেকে দামোদর কলোনী পাড়ার অস্থায়ী বাসিন্দা আমির হোসেন চৌধুরীর কন্যা ইয়াবা ব্যবসায়ী বন্যা খাতুন ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে হাতে নাথে গ্রেফতার করে। এস.আই ইয়াসিন এস. আই হায়দার আলী আরো জানান, বন্যা খাতুন নওয়াপাড়ার বাসিন্দা। নওয়াপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। নওয়াপাড়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনের মামলা থাকায় সে ফুলতলা এলাকায় আত্মগোপনে থেকে মাদকের ব্যবসা চালিয়ে যাচেছ। ফুলতলা থানায় মাদক  আইনে মামলা হয়েছে।
 
Top