দশমিনা সংবাদদাতা:
ঈদ উপলক্ষে বেড়াতে এসে স্বামীর সাথে ঝগড়া করে পটুয়াখালীর দশমিনায় এক
গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে
৯টায় ঘটেছে। পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের
লক্ষ্মীপুর গ্রামের ইসাহক ব্যাপারীর ছেলে চট্রগামে আবুল খায়ের গ্রুপের
কর্মরত সাইট ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন মামুন ঈদের আগের দিন প্রথম বার
স্ত্রীকে নিয়ে বেড়াতে আসে। নিজেদের মধ্যে ঝগড়ার জের ধরে মামুনের স্ত্রী
ঝুমুর নিশাত (১৮) নিজ ঘরের চালার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে।
থানা পুলিশ নিশাতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেন।
উল্লেখ্য, কুমিল্লার বুড়িয়াচং উপজেলার কামার খাড়া গ্রামের ইউসুব আলী ও
রেহেনা বেগম দম্পতির মেয়ে নিশাত দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক সূত্রে ২০১৩
সালের ১৬ ফেব্রুয়ারি কিশোরী বয়সে ইকবাল হোসেন মুকুলের সাথে বিবাহ হয়।