নিজস্ব সংবাদদাতা, ফুলতলা, খুলনা।। ফুলতলা-অভয়নগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ও জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রকি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গ্রেফতার হয়েছে। ডিএসবি রকিকে জিজ্ঞাসাবাদে বুধবার আদালতের মাধ্যমে ৫দিনের সময় চাইবে। জানা গেছে, জেলা গেয়েন্দা পুলিশ রাতে উপজেলার যুগ্নিপাশা এলাকার মসজিদের নিকট থেকে একটি নাইন এমএম (বিদেশী) পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামী ও তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রকিবুল ইসলাম রকিকে আটক করে। রকি উপজেলার দামোদর গ্রামের মরহুম ডা. রুহুল আমীনের ছেলে। অভিযানে ডিএসবি'র এসআই মুক্তরায় চৌধুরী, পিপিএম ও এসআই মোল্যা লুৎফার রহমান ও তাদের সঙ্গীয় ফোর্স অংশ নেয়। রকির বিরুদ্ধে ফুলতলা থানায় মঙ্গলবার রাতে অস্ত্র আইনে
মামলা হয়েছে।
 
Top