বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল
উপজেলায় শুক্রবার থেকে
৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত মেলা উপলক্ষ্যে র্যালী, ফিতা কাটা, আলোচনা সভা এবং বিনামূল চারা বিতরন এ বং পুরুস্কার বিতরন কর্মসূচী গ্রহন করেন। মেলা উদ্বোধনের প্রথম দিন শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়।
উপজেলা পরিষদ
মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্বে মেলা স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সরোয়ার জামান। আলোচনা সভার প্রধান অতিথি চীফ হইপ আসম ফিরোজ এমপি প্রত্যেক পরিবারকে ১০ টি গাছ লাগিয়ে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আনছার উদ্দিন মোল্লা।
সেনজিটা বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় অনুষ্টিতমেলা ১২ টি ষ্টল দেওয়া হয়। ষ্টলে অংশগ্রহন করেন কৃষি তথ্য প্রযুক্তি, স্প্রিং বাংলাদেশ, উত্তম গাঙ্গুলী নাসারী, শিরিন নার্সারী, বাউফল বীজ ভান্ডার, একটি বাড়ি একটি খামার, সমন্বিত খামার ব্যবস্থাপনা, রুপালী হেলথ কেয়ার বাংলাদেশ এবং উপজেলা নাসারী বিভাগ। গতকাল রবিবার পর্যন্ত মেলার প্রদর্শনী অব্যাহত ছিল।