বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে প্রতিপক্ষ লোকজন শনিবার সকালে নাজমা বেগম (৩৭) নামে এক গৃহবধূকে মারধর করে তাঁর বাঁ কান কেটে ফেলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহত ওই নারীর স্বামীর নাম মো. জাকির হাওলাদার। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয় সুত্রে জানা
গেছে,
রামনগর গ্রামের মো. জাকির হাওলাদরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই বাড়ির আবদুল খালেক ও আবদুল রাজ্জাক হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছে। জাকির ঢাকায় শ্রমিকের কাজ করার কারনে তাঁর স্ত্রী নাজমা একমাত্র পুত্র সন্তান জিয়াদকে (১১) নিয়ে বাড়িতে থাকেন।
নাজমা
বেগম
অভিযোগ করেছেন, শনিবার সকাল
আটটার
দিকে
প্রতিপক্ষ আবদুল
খালেকের ছেলে
শাহিনের নেতৃত্বে কয়েকজন জোরপূর্বক তাঁর
ঘরে ঢুকে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। এক পর্যায়ে তাঁর বাঁ কান কেটে ফেলার চেষ্টা চালায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। তৎক্ষণে শাহিন তাঁর লোকজন নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করায়।
অভিযোগ অস্বীকার করে শাহিন বলেন,‘এ ঘটনার সঙ্গে তিনি ও তাঁর লোকজন জড়িত না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর চিকিৎসা কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন,‘তার (নাজমা বেগম) বাঁ কানের গোড়ার অংশ তিন থেকে চার ইঞ্চি পরিমান কেটে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বাউফল
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাম
মাসুদুজ্জামান বলেন,‘খবর পেয়ে ওই নারীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্্ের পুলিশ পাঠানো হয়েছে। তাকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’