দশমিনা প্রতিনিধি:
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসন ও
মৎস্য দপ্তর গতকাল মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ পালন করে। সকাল ১০টায়
র্যালী শেষে উপজেলা মৎস্য অফিসার বিনয় কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.
মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী
অফিসার আজহারুল ইসলাম, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম
ও মৎস্য শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. আ: ছালাম প্রমূখ। বক্তারা ২৮
থেকে ৩ আগষ্ট পর্যন্ত নদীতে জাল না ফেলার বিষয়ে উপস্থিত জেলেদের অনুরোধ
করেন।