দশমিনা সংবাদদাতা:
গতকাল সোমবার পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ উন্নয়নে গাছপালা ও বায়ু মন্ডলের কার্বন হ্রাস করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রনালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. এ.কে.এম মোসলেম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এইচ.এম ফোরকান ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান প্রমূখ। প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম। সভায় বিভিন্ন পেশাজীবী ও দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
Top