নিজস্ব সংবাদদাতা
ফুলতলা (খুলনা)।। ফুলতলা সর্বত্র গত কয়েক দিনের টানা বৃষ্টিতে
বিডাকাতিয়াসহ নিুাঞ্চাল প্লাবিত হয়েছে এবং ৭৩০ টি ঘের পানিতে ভেষে গেছে ।
মোট ২৪৯ হেক্টর জমির ৭৩০ টি ঘেরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকার উপরে ।
এর মধ্যে রয়েছে গলদা চিংড়ি ও সাদা মাছ ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সপ্তাহ ব্যাপি টানা বৃষ্টিাপাতের ফুলতলার
জনজীবন অচলসহ বিল ডাকাতিয়ার নিুাঞ্চল খাল বিল, পুকুর ডোবা, দিঘি এবং
প্রত্যান্ত অঞ্চালের অধিকাংশ যায়গা এখন পানির নীচে । বিশেষ করে জামিরা
টোলনা,বশিরাবাদ,পঠিয়াবাšদা, ছাতিয়ানী, ধোপাখোলা, ডাকাতিয়া,বরনপাড়াসহ
অন্যান্য এলাকা পানির নীচে থাকায় জনদূর্ভোগ বেড়েছে চরম আকারে । অনেকের
ঘরবাড়ি পানির নীচে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে । এলাকার গো-খাদ্যের অভাব
দেখা দিয়েছে এবং হাস-মুরগী মারা যাচ্ছে । আবার টানা দীর্ঘ স্থায়ী হওয়ায়
অত্র অঞ্চলে রাস্তাঘাট ভেঙে খানাখন্দে পরিনত হয়েছে । যার ফলে সাধারণ
যানবাহন চলাচল করতে বিঘœ সৃষ্টি হচ্ছে । টানা বৃষ্টিতে কৃষি সেক্টরে
ব্যাপক ক্ষতি হয়েছে ।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে উপজেলার বিল ডাকাতিয়াসহ অন্যান্য এলাকায়
মোট ১০ হাজার ৬শ ৪৮ টি ঘের রয়েছে । এর মধ্যে চিংড়ি ঘের ৮ হাজার ২শ ১১ টি
। মোট ২৯২৩ হেঃ জমিতে উৎপাদন হয় ১২৫৫ মেঃটন চিংড়ী ও সাদা মাছ । কর্তৃপক্ষ
৭৩০ টি ঘের ভেষে যাওয়ার কথা স্বীকার করলেও প্রকৃত পক্ষে এর সংখ্যা আরো
বেশি হবে। অপরদিকে কৃষি অফিস জানায় ফুলতলা সকল এলাকায় টানা বৃষ্টিতে কৃষি
সেক্টর ব্যাপক ক্ষতি হয়েছে । বিশেষ করে কৃষকদের তৈরীকৃত বীজতলা সম্পূর্ন
পানির নীচে । এ পর্যন্ত প্রায় ৫-৬শ বিঘা জমির বীজতলা নষ্ট হয়েছে । পানি
দ্রুত নিষ্কাশন না হলে বীজতলার আরো ক্ষতি হওয়ার আশাংকা রয়েছে । এছাড়াও
টানা বৃষ্টিতে রাস্তাঘাট ভেক্সেগ গর্তে পরিনত হওয়ার ফলে কোন কোন যায়গায়
পানি বেধে রয়েছে । বিশেষ করে ফুলতলা-শাহপুর সড়কের প্রবেশদ্বারে বড় বড়
গর্তে পরিনত হয়েছে । পথচারীরা চলাচলেন সময় কাদাপানি মেখে চলতে হয় । অনেকে
বলাবলি করে থাকেন এ সড়কের বেহাল দশা থাকলেও দেখার কেউ নেই ।