কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তি করা হল বিদ্যা বালানকে
ওয়েব ডেস্ক: বছরের শেষ দিনটা খারাপ গেল বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালানের। বিদেশে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে আবুধাবিতে বিমানে যাত্রার মাঝপথে পিঠের ব্যথায় ছটফট করতে থাকেন বিদ্যা। বিমানের মাঝপথে নেমে যেতে হয় বিদ্যা আর তাঁর স্বামীকে।
বলিউডের 'সিল্ক' অভিনেত্রীকে এরপর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তররা জানান, কিডনির স্টোনের সমস্যা থেকেই বিদ্যার পিঠে ব্যথা হচ্ছে। শোনা যাচ্ছে আবুধাবি থেকে বিদেশের এক জায়গায় ছুটি কাটাতে যাচ্ছিলেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী। পুরো ঘটনায় স্তম্ভিত বিদ্যার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর।
বিদ্যার মুখপাত্র জানিয়েছেন, মুম্বইয়ের খার অঞ্চলে হিন্দুজা হাসপাতালে ভর্তি বিদ্যা এখন ভাল আছে। তাড়াতাড়ি সেরে উঠুন এটাই এখন প্রার্থনা।
 
Top