২০১৬-র বঙ্গ ক্যালেন্ডার
ওয়েব ডেস্ক: বলিউডের সব নায়ক-নায়িকারাই প্রতি বছর অপেক্ষায় থাকেন ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য। ২০১৫-য় টলিউডের তারকাদের নিয়ে বঙ্গ ক্যালেন্ডার বানিয়েছেন তিনি । আর এবার তাঁরই দেখানো পথে হাঁটলেন ফটোগ্রফার সুদীপ মজুমদার। এবার তাঁর নতুন প্রচেষ্টা ২০১৬-র বঙ্গ ক্যালেন্ডার। ২০১৬-র ক্যালেন্ডার তৈরির ফটো শুট করছেন সুদীপ মজুমদার। নায়িকা এবং মডেলদের নিয়ে তাঁর নতুন প্রচেষ্টা বং ক্যালেন্ডার। আলো ছায়া নিয়ে তাঁর নতুন কনসেপ্টের কথা জানালেন ২৪ ঘণ্টাকে। একদম অন্যরকম লুকে এই ক্যালেন্ডারে পাওয়া যাবে ঋদ্বিমাকে। তাঁর এই নতুন লুক পেয়ে তিনি বেশ খুশি।এই প্রথমবার ক্যালেন্ডারের জন্য ফটো শুট করছেন কৌশানি। তাই উচ্ছ্বসিত তিনিও। ২২শে জানুয়ারি লঞ্চ করবে এই ক্যালেন্ডার। নতুন বছরের এই প্রচেষ্টা সফল হোক। শুভেচ্ছা বক্স অফিসের।
 
Top