মো: সাফায়েত হোসেন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮টায় সাংবাদিক আলতাফ মাহমুদ এর মৃত্যু হয় (ইন্না... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান জানান, “অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। গত রাতে হঠাৎ
শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। আজ সকালে তার মৃত্যু হয়।”
দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ
ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। স্পাইনাল
কর্ডে সমস্যার কারণে তার দু’পা অবশ হওয়া ছাড়াও দু’হাতেও শক্তি পাচ্ছিলেন
না। শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকালে
চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।