টোকিও ও সিওল,০৬-০১-২০১৬ইং(এ.এন.ই):- পরমাণু পরীক্ষার জেরে উত্তর কোরিয়ায় ভূমিকম্প।
পূর্ণ ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন বোমা ফাটিয়ে সফল পরীক্ষা করা হয়েছে বলে দাবি পিয়ং ইয়ংয়ের। সাধারণ পরমাণু বোমার থেকে অনেক গুণ শক্তিশালী এই হাইড্রোজেন বোমা। এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক এক। কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর আপাতত পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়া পর্যন্ত ভূমিকম্পের কাঁপুনি টের পাওয়া গিয়েছে। যদিও তার দাপট ছিল অনেকটাই কম। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

 
Top