মোঃ সাফায়েত হোসেন:
দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামীলীগে নৌকা প্রতীক পেতে প্রথম পর্যায় নির্বাচনে ৫ ইউনিয়নের ২৩ জনের মনোনয়ন ফরম ক্রয় ও ২১ জন মনোনয়ন জমার শেষ দিন গতকাল রবিবার পর্যন্ত প্রার্থি প্রতিদ্বন্দীতায়।
জানা যায়, কেন্দ্রিয় আওয়ামীলীগের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ শনি ও গতকাল রবিবার পর্যন্ত আলীপুর ইউনিয়নে আতিকুর রহমান সাগর, মোঃ সেলিম মৃধা, মোঃ আলমগীর হোসেন, মোঃ হারুন অর রশিদ খান, আঃ রাজ্জাক, হারুন অর রশিদ সরদার, হাবিবুর রহমান মুন্সি, ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহমেদসহ ৮জন, বেতাগী সানকীপুর ইউনিয়নে মশিউর রহমান ঝন্টু, শাহ আলম হাওলাদার, মোঃ মোয়াজ্জেম হোসেন আলতাফ, এড. বদরুল হক বাদল, মোঃ জয়নাল আবেদীনসহ ৫জন, দশমিনা ইউনিয়নে গৌতম রায়, নুরুল হক হাওলাদারসহ ২জন, বাঁশবাড়িয়া ইউনিয়নে কাজী আবুল কালাম, কে.এম জহিরুল ইসলামসহ ২জন, বহরমপুর ইউনিয়নে ছাবেত হোসেন মৃধা, আবুল হোসেন মাতব্বর, শহিদুল ইসলাম, ফাতেমা আলমগীর, আনোয়ার হোসেন মৃধা, নুরুল হক হাওলাদারসহ ৬জনরে মধ্যে মনোনয়ন ফরম বিক্রিয় করেন। নৌকা প্রতীক পেতে প্রতিদ্বন্দী ২৩ জন প্রার্থিদের মধ্যে বহরমপুর ইউনিয়নের ছাবেত হোসেন মৃধা ও বাঁশবাড়িয়া ইউনিয়নের কে.এম জহিরুল ইসলাম ছাড়া বাকীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ আজীজ মিয়া এবং সাধারণ সম্পাদক এড. সিকদার গোলাম মোস্তফার হাতে মনোনয়ন ফরম জমা দেয়।
 
Top