আজ ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অবির্ভাব । তাঁর ৪৬ বছরে পা দেওয়া উপলক্ষ্যে অনুরাগীরা আনলেন ৪৬ কেজির লাড্ডু, কাটা হল গেরুয়া রংয়ের কেক।গোরক্ষপুর থেকে এক সময় বিজেপির হয়ে লোকসভায় গিয়েছেন আদিত্যনাথ। এবারও স্থানীয় ব্যবসায়ী ও দোকানদাররা তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন ৪৬ কেজির লাড্ডু বিলি করে ও গেরুয়া কেক কেটে। ১৯৭২ সালের ৫ জুন পূর্বতন উত্তর প্রদেশ পৌরী গড়বাল জেলার পঞ্চুর নামে এক গ্রামের একটি গড়বালি রাজপুত পরিবারে যোগী আদিত্যনাথের জন্ম হয়েছিল। জন্মের পর তাঁর নাম অজয় সিং বিস্ত রাখা হয়েছিল। তাঁর পিতা আনন্দ সিং বিস্ত ছিলেন একজন বনরক্ষক। উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণ গড়বাল বিশ্ববিদ্যালয় থেকে যোগী গণিত বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। অযোধ্যার রাম মন্দির আন্দোলন-এ যোগ দিতে ১৯৯০এ যোগী গৃহত্যাগ করেছিলেন। তিনি গোরখনাথ মঠের মুখ্য পুরোহিত মহন্ত অবৈদ্যনাথ এর সংস্পর্শে আসেন ও পরে তাঁর শিষ্য হন। পরবর্তী সময়ে তাঁকে "যোগী আদিত্যনাথ" নাম দেওয়া হয় এবং তিনি মহন্ত অবৈদ্যনাথের উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন। ১৯৯৮ সালে যোগীয পৈতৃক গ্রামে একটি স্কুল স্থাপন করেন।