১। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে তা জরুরী ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ ।
২। বিভিন্ন প্রকার দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীসময় এবং কৃষি ক্ষেত্রে কর্মহীন সময় হতদরিদ্র ও যারা মুলত কায়িত প্ররিশ্রমের উপর নির্ভরশীল তাদের জীবন ও জীবিকা
সংরক্ষণের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ/ চাহিদা মোতাবেক সরকারীভাবে প্রাপ্ত ভি.জি.এফ,বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী , জি.আর চাল. জি.আর ক্যাশ, গৃহ নির্মাণ সহয়তা, ঢেউটিন, শাড়ী-লুঙ্গী ইত্যাদি উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান।
৩। গ্রামীণ অবমকাঠামো সংস্কার(কাবিখা)/ রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় উপজেলা হতে প্রাপ্ত প্রকল্পসমূহ উপজেলা কর্তৃক বাস্তবায়নের নিমিত্ত সাধারণ বরাদ্দ উপজেলা চেয়ারম্যানের অনুকূলে এবং মাননীয় সংসদ সদস্যের / বিশেষ বরাদ্দ উপহেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান।
৪। গ্রামীণ রাস্তায় ছোটছোট ব্রীজ-কালভার্ট নির্মাণ সংক্রান্ত উপজেলা কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা ।
৫। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণারয়েরএবংদুর্যোগ ব্যবস্থাপনাঅধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার ত্রাণ ও পুনর্বাসন/ উন্নয়নূলক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তত্ত্বাবধান এবং সরকারের চাহিদা মোতাবেক নিয়মিত প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ।
৬। সরকার প্রদত্ত বিভিন্ন প্রকার দায়িত্ব সম্পাদন ও ত্রাণ ও পুনর্বাসন শাখার বিবিধ সেবা সংক্রান্ত কার্যক্রম।