বিশ্বকাপ মানেই চমক সেরা তারকাদের মোহনীয় ফুটবল কলাকৌশলে বুঁদ হয়ে থাকে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসির পায়ে জাদু আছে- কথা বড় ফুটবল তারকারাও মানতে বাধ্য এবারের রাশিয়া বিশ্বকাপে এই তারকা তাঁর পায়ের মনোমুগ্ধকর কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে দলের তো বটেই পাশাপাশি ১০ হাজার লাতিন আমেরিকা ক্যারিবীয় শিশুদেরও সাহায্য করবেন মেসির প্রতিটি গোলের বিনিময়ে এই দুই অঞ্চলের সুবিধাবঞ্চিত বিপুল সংখ্যক শিশুরা খাবার পাবে
মাস্টারকার্ড নামক একটি প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের রাশিয়া বিশ্বকাপের আসরে মেসি ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভার প্রতিটি গোলের বিনিময়ে লাতিন আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলের ১০ হাজার দুস্থ বাচ্চা বিদ্যালয়ের টিফিন পাবে। এই খাবার দেওয়া হবে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের  (ডব্লিউএফএ) মাধ্যমে
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে দারুণ খুশি। তিনি বলেন, আমি এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে গর্বিত। হাজার হাজার শিশুর নিত্যকার  জীবন এই ক্যাম্পেইনের মাধ্যমে কিছুটা হলেও পরিবর্তিত হতে সাহায্য করবে। আমি আশা করব এই ক্যাম্পেইনের মাধ্যমে বাচ্চাগু্লোর মুখে হাসি ফুটে উঠবে।
মাস্টারকার্ডের আঞ্চলিক মুখপাত্র আনা ফেরেলের মতে এই ক্যাম্পেইন এই দুই অঞ্চলের বাচ্চাদের দারুণভাবে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে খাবারের জন্য লড়াই করে যাচ্ছে। তিনি বলেন, লাতিন আমেরিকার প্রায় ৪০ মিলিয়ন লোক প্রতিদিন খাবারের জন্য লড়াই করে যার অধিকাংশই শিশু। ক্ষুধা অপুষ্টি  দূর করতে পারলে এই অঞ্চলের মানুষের  দরিদ্রতা দূর করা সম্ভব।


 
Top