ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের সঙ্গে প্রায় প্রতিদিনই নিয়ম করে একেক জন
মডেলের নাম জড়ায়। পর্তুগিজ মহাতারকাকে নিয়ে কতই না গল্প প্রচলিত রয়েছে,
তার ইয়ত্তা নেই। প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো মারাদোনাকে নিয়েও
তাই।
জীবনের সায়াহ্নে এসে আবারও বিয়ে করলেন পেলে। লিওনেল মেসি সম্পর্কে এতদিন
পর্যন্ত কিছুই শোনা যায়নি। বান্ধবী আন্তোনেলার সঙ্গেই মেসির প্রেম। সেই
সম্পর্ক নিয়ে খুব একটা চর্চাও হয় না সংবাদমাধ্যমে। ইত্যাবধি মেসি সম্পর্কে
নারীঘটিত অভিযোগও বিশেষ শোনা যায়নি।
এবার এক আর্জেন্টাইনমডেলই মেসির বিরুদ্ধে অভিযোগ আনলেন। মেসির সঙ্গে
তিনি নাকি রাত কাটিয়েছেন এবং মেসি তার সাথে সেক্স করেছে অতীতে। পেরুর একটি
টেলিভিশন চ্যানেলে জোয়ানা গনজালেজ বিভিন্ন কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন।
তার মধ্যে একটি প্রশ্ন ছিল, আপনি কি মেসির সঙ্গে রাত কাটিয়েছেন? তার
উত্তরে জোয়ানা যা বলেছেন, তা শুনে তো তাজ্জব বনে গিয়েছেন দর্শকরা। জোয়ানার
বক্তব্য, সেই সময়ে মেসির সঙ্গে কারওরই সম্পর্ক ছিল না। আর্জেন্তাইন মডেল
বলেছেন, ‘‘সেই রাতটা বেশ সুন্দর ছিল। দু’ জনই গোল করেছি। ম্যাচটা ড্র
ছিল।’’
কীভাবে পরিচয় হল দু’ জনের? মেসির একজন বডিগার্ড এসে প্রথমটায় জোয়ানাকে
বলেন, বিশ্বখ্যাত এই ফুটবলার তাঁর সঙ্গে দেখা করতে চান। তার পরে দেখা।
এবং...