ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। প্রত্যেকেই রাশিয়ার মহারণের জন্য অধীর
আগ্রহে অপেক্ষা করছে। ফুটবল বিশ্বকাপের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় সৌরভ
গঙ্গোপাধ্যায়ও। তিনি অন্যান্যবারের মতো এবারেও চাইছেন ব্রাজিলের হাতেই উঠুক
মহার্ঘ্য ট্রফি।
শৈশব থেকেই ব্রাজিলের অন্ধ ভক্ত বাংলার প্রিয় মহারাজ। তবে সৌরভ
জানিয়েছেন, তিনি ব্রাজিলের পাশাপাশি লিওনেল মেসির ম্যাজিকও দেখতে চাইবেন
আসন্ন বিশ্বকাপে। ১৪ জুন সৌদি আরব বনাম রাশিয়া ম্যাচ দিয়েই শুরু হচ্ছে
বিশ্বকাপ।
এক প্রচারমাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মেসি ম্যাজিকের জন্য
অপেক্ষা করছি। এখনও মেসি বিশ্বকাপ জিততে পারেনি। এই বিশ্বকাপ মেসির কাছে
বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’’ গোটা বিশ্ব বেহালার বীরেন রায় রোডের বাসিন্দাকে
ক্রিকেট নক্ষত্র হিসেবে চিনলেও, শৈশবে ফুটবলেই আগে হাতেখড়ি হয় তাঁর। পরে
অবশ্য দিক বদল করে ক্রিকেট ব্যাট হাতে তুলে নেন তিনি। ভারতীয় ক্রিকেট পায়
এক কিংবদন্তি তারকাকে।
ক্রিকেটের চোখ ধাঁধানো কেরিয়ারের পাশাপাশি বেশ কিছু প্রদর্শনী ম্যাচে
ফুটবল পায়ে দেখা গিয়েছে প্রিন্স অফ ক্যালকাটাকে। বিভিন্ন সময়ে ফুটবলের
প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছেন তিনি। আসন্ন বিশ্বকাপ মাতাতে পারে কোন
দল? সৌরভ বলে দিচ্ছেন, ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি রাশিয়া বিশ্বকাপ
মাতাবে। ‘‘ব্রাজিল আমার ফেভারিট দল! তবে মেসি আমার ভীষণ প্রিয়।’’ বলছেন
তিনি।