সাহাব উদ্দিন রিটু, লামা (বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামায় ৩ ইটভাটা মালিককে ১ লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাহাড় কাটার কাটার দায়ে উপজেলার ফাইতং ইউনিয়নের তিন ইটভাটা মালিককে এ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বুধবার দুপুরে অভিযান পরিচালনার মাধ্যমে এ জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ইটভাটার মালিকরা হলো- ফাইতং ইউনিয়নের মো. খায়ের উদ্দিন, মো. ইয়াছির আরাফাত ও মো. গিয়াস উদ্দিন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফাইতং, ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৩০টির মত ইটভাটা রয়েছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে ইট তৈরির কাঁচামাল হিসেবে পাহাড় কেটে এ সময়ে মাটি সংগ্রহ করেন ভাটার মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি‘র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইতং ইউনিয়নে স্থাপিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড় কাটার দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ভাটার মালিক মো. আবুল খায়েরকে ৫০ হাজার টাকা, ইয়াছির আরাফাতকে ৩০ হাজার ও গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড় কাটার দায়ে তিন ইটভাটা মালিককে জরিমানা করার সত্যতা লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,মাঝে মাঝে এসকল ইটভাটাকে জরিমানা করলেও একই কায়দায় মালিকেরা এসকল ইটভাটা কার্যক্রম বছরের পর বছর কিভাবে চালিয়ে যাচ্ছেন তা নিয়ে প্রচন্ড ক্ষোপ রয়েছে এলাকাবাসির মধ্যে।
 
Top