সাহাব উদ্দিন রিটু, লামা (বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামায় ৩ ইটভাটা
মালিককে ১ লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাহাড় কাটার কাটার দায়ে
উপজেলার ফাইতং ইউনিয়নের তিন ইটভাটা মালিককে এ জরিমানা করেছে ভ্রাম্যমান
আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত
রুমি বুধবার দুপুরে অভিযান পরিচালনার মাধ্যমে এ জরিমানার আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ইটভাটার মালিকরা হলো- ফাইতং ইউনিয়নের মো. খায়ের উদ্দিন, মো.
ইয়াছির আরাফাত ও মো. গিয়াস উদ্দিন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফাইতং, ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৩০টির মত ইটভাটা রয়েছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে ইট তৈরির কাঁচামাল হিসেবে পাহাড় কেটে এ সময়ে মাটি সংগ্রহ করেন ভাটার মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি‘র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইতং ইউনিয়নে স্থাপিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড় কাটার দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ভাটার মালিক মো. আবুল খায়েরকে ৫০ হাজার টাকা, ইয়াছির আরাফাতকে ৩০ হাজার ও গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড় কাটার দায়ে তিন ইটভাটা মালিককে জরিমানা করার সত্যতা লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,মাঝে মাঝে এসকল ইটভাটাকে জরিমানা করলেও একই কায়দায় মালিকেরা এসকল ইটভাটা কার্যক্রম বছরের পর বছর কিভাবে চালিয়ে যাচ্ছেন তা নিয়ে প্রচন্ড ক্ষোপ রয়েছে এলাকাবাসির মধ্যে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফাইতং, ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৩০টির মত ইটভাটা রয়েছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে ইট তৈরির কাঁচামাল হিসেবে পাহাড় কেটে এ সময়ে মাটি সংগ্রহ করেন ভাটার মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি‘র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইতং ইউনিয়নে স্থাপিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড় কাটার দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ভাটার মালিক মো. আবুল খায়েরকে ৫০ হাজার টাকা, ইয়াছির আরাফাতকে ৩০ হাজার ও গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড় কাটার দায়ে তিন ইটভাটা মালিককে জরিমানা করার সত্যতা লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,মাঝে মাঝে এসকল ইটভাটাকে জরিমানা করলেও একই কায়দায় মালিকেরা এসকল ইটভাটা কার্যক্রম বছরের পর বছর কিভাবে চালিয়ে যাচ্ছেন তা নিয়ে প্রচন্ড ক্ষোপ রয়েছে এলাকাবাসির মধ্যে।