মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য
মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা...
সারা
দেশের ন্যায় আজ ২৬ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকায় দশমিনা উপজেলা
প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে
দশমিনার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার
শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়াই
আমাদের লক্ষ্য,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব
সভাপতি রিপন কর্মবার,রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ,এআরটি ডিগ্রী
কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রভাষক মোঃ বিপ্লব,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার তালুকদার,উপজেলা নির্বাচন
কর্মকর্তা, চরবোরহান ইউপি চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সরদার,মৎস্য অফিসার
মাহাবুব আলম তালুকদার,কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান,দশমিনা থানা
অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ
সামছুন্নাহার খান ডলি,উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফকরুজ্জামান বাদল
প্রমূখ। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন,ওসি রতন কৃঞ্চ
রায় চৌধুরী এবং সভার সভাপতি দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস।
তাই আসুন,আমরা সাবই যার যে অবস্থান থেকে এই সর্বনাশা মরনঘাতি মাদককে সরাসরি
না বলি এবং এর বিরুদ্ধ কঠোর অবস্থান গ্রহন করি। নিজে বাঁচি আমাদের ভবিষ্যৎ
প্রজন্মকে সুন্দর একটি পৃথিবীতে নির্মল পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেই। সমাজ
থেকে মাদক নির্মুল করা সম্ভব হলে,দেশের প্রতিটি পরিবার সুখে সাচ্ছন্দে ভরে
উঠুক বলে সভার সমাপ্তি টানেন সভাপতি ইউএনও শুভ্রা দাস।