ভৈরবে পুলিশের সোর্স থানার সামনে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে সোমবার দুপুরে ভৈরব থানার সামনে পুলিশের সোর্স সোহেল তার স্ত্রী সারা বেগমকে (২৫) ছুরিকাঘাত করে প্রকাশ্য ঘটনায় জনতা সোহেলকে আটক করে
সে পুলিশের সোর্স পরিচয় দেয়ায় জনতা তাকে ছেড়ে দেয় সারা বেগমকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠায়
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের সোর্স সোহেল শহরের পঞ্চবটি এলাকায় মৃত সুরুজ মিয়ার মেয়ে সারা বেগমকে বিয়ে করে বিয়ের পর তাদের পরিবারে অশান্তি দেখা দেয়
সোমবার বিকালে সারা বেগম থানার সামনে দিয়ে যাওয়ার পথে সোর্স সোহেল তাকে ছুরিকাঘাত করে
সোর্স সোহেল জানায়, তার স্ত্রী তাকে না জানিয়ে গর্ভের সন্তান নষ্ট করে তবে তার স্ত্রী সারা বেগম জানায়, সোহেল পুলিশের সোর্সের কাজ করে সে একাধিক বিয়ে করেছে ভৈরব থানা পুলিশ জানায়, ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি

 
Top