মস্কো, ১৯ জুন- বিশ্বকাপের আগে দিয়ে সুস্থ হয়ে ফিরেছেন মাঠে। প্রস্তুতি 
ম্যাচ দুটিতে করেছেন দুই গোল। নিজেদের উদ্বোধনী ম্যাচেও সুইজারল্যান্ডের 
বিপক্ষে ছিলেন প্রথম একাদশে। কিন্তু সেই ম্যাচেই সুইস ডিফেন্ডাররা কড়া 
মার্কিংয়ে রেখেছিলেন ২৬ বছর বয়সী পিএসজি তারকাকে। পুরো ম্যাচে নেইমারকে 
ফাউল করা হয়েছে ১০ বার। এরপর ম্যাচের মাঝেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা 
গিয়েছে তাকে। সোমবার দলের অনুশীলন মিস করেছেন এ ব্রাজিল তারকা। কিন্তু সবাইকে চমকে মঙ্গলবার ফেরেন দলের অনুশীলনে। কিন্তু এবার পায়ের 
ব্যথাতে অনুশীলনই করতে পারলেন না নেইমার। উঠে গেলেন মাঠ থেকে। মূলত যে 
পায়ের চোটের কারণে ৪ মাস বাইরে ছিলেন সেই পায়েই ব্যথা পেয়েছেন নেইমার। এ 
কারণে ঝুঁকি এড়াতে উঠে যান তিনি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নেইমারের 
ব্যাপারে ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 
এর আগে, গতকাল ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার অবশ্য সমর্থকদের 
দুশ্চিন্তা করতে বারণ করেন। তিনি জানিয়েছেন, চিন্তা করার মতো কিছুই হয়নি 
নেইমারের, ‘এটা দুশ্চিন্তা করার মতো কিছু নয়। ম্যাচের পর এমন হওয়াটা 
স্বাভাবিক।’
