জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। শত ব্যাস্ততার মাঝেও রোহিঙ্গাদের পাশে দাড়ালেন। রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথা বারবার উঠে আসছিলো। এই অবস্থায় এগিয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা। তিনি নিজ খরচে ক্যাম্পে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
উল্লেখ্য উর্মিলা সেচ্ছাসেবী সংঘটন বিদ্যানন্দের ডাকে সাড়া দিয়ে ”এক টাকার আহার” প্রকল্পের সেচ্ছাসেবকদের সাথে নিয়ে নিজ অর্থায়নে স্যানিটারি ন্যাপকিন ও খাবার বিতরন করেন।
দুর্গম এলাকা ঝুঁকির কথা মাথায় থাকলেও তিনি গতকাল কক্সবাজার পৌঁছান, সেখান থেকে সরাসরি চলেন যান বিদ্যানন্দের অস্থায়ী রান্নাঘরে। রান্না, প্যাকেজিং এবং গাড়ি লোডিং শেষে ভাঙা গাড়িতেই রওনা দেন রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে জীর্ণ ঘরের কিশোরী কন্যাদের সাথে কথা বলে তুলে দেন সেনিট্যারি ন্যাপকিন। এখানে তিনি দায়িত্ব শেষ করলেন না, নেমে পড়েন খিচুড়ি বিতরণে। এভাবে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যান স্বেচ্ছাসেবকদের সাথে। মানবেতর জীবন যাপন করা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো দৃশ্যটা সত্যি প্রসংসার দাবীদার। এবাবে হাজারও উর্মিলা রোহিঙ্গা পাশে দাড়াক।