শেরপুরের নকলা উপজেলার পাচকাহনিয়া গ্রামে সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় খোদা বক্স (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার পিতার নাম তাহের উদ্দিন। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানার একটি গাছ নিয়ে প্রতিবেশী আইনাল হকের সঙ্গে খোদা বক্সের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোদা বক্সকে মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
Top