কুষ্টিয়ার মিরপুরে রকিবুল ইসলাম (৩০) নামের এক ভণ্ড কবিরাজকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টার দিকে ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ভণ্ড কবিরাজকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রকিবুল ইসলাম উপজেলার বহলবাড়িয়া গ্রামের আল্লেক মালিথার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল উদ্দিন আহমেদ জানান, রকিবুল ধুবইল ইউপির গোবিন্দগুনিয়ায় আস্তানা গেড়ে দীর্ঘদিন যাবৎ সর্ব রোগের চিকিৎসা করে আসছিল। তার কোন চিকিৎসকের সনদ নেই। সনদ না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় রকিবুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।