নেত্রকোনার কলমাকান্দায় ময়না আক্তার (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে কৈলাটি ইউনিয়নের কনুড়া চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, সাইকুল ও তার দ্বিতীয় স্ত্রী ময়না শুক্রবার একই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোরের দিকে ঘরের দরজা দিয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে ময়নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে ময়নার চিৎকারে পাশে শুয়ে থাকা তার স্বামী দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন।
ওসি একেএম মিজানুর রহমান যুগান্তরকে জানান, নিহতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হযেছে।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সূত্র:https://www.jugantor.com/country-news/61878/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4