রাজশাহীর তানোর থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তানোর সদরের একটি ভাড়া বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাহাফুজা আকতার পলি (৩২) পুলিশ কনস্টেবল এরশাদ আলীর স্ত্রী। পলির বাবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, পলি এবং তার স্বামী পৃথক ঘরে ঘুমাতেন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর ঘরে গিয়ে এরশাদ তার লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: https://www.jugantor.com