এম.এইচ কবির, দশমিনা (পটুয়াখালী):
পটুয়াখালীর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে আলোচনা সভা ও স্থানীয় সংবাদকর্মীদের সম্পৃক্তকরণে প্রেসব্রিফিং। আজ বৃহস্পতিবার দশমিনা উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য কর্মকর্তা মো জাকির হোসেন'র সঞ্চালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন সদ্য যোগদান করা ও দশমিনার প্রথম মহিলা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সামচুন্নাহার খান, উপজেলা কৃষি কর্মকর্তা বণি আমীন খান, থানার অফিসার ইনচার্জ বাবু রতন কৃষ্ণ রায় চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি রিপন কুমার কর্মকার প্রমূখ।