এম.এইচ কবির, দশমিনা (পটুয়াখালী):
পরবর্তী নির্বাচন ব যা ২০১৮ বা ২০১৯ এর শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং সব দলের আস্থা অর্জণ করার অংশ হিসেবে আজ শুক্রবার পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণ করেন সিইসি কে এম নূরুল হুদা। দশমিনা উপজেলায় প্রবেশদ্বার বেতাগী পৌছে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ও থানার অফিসার ইনচার্জ বাবু রতন কৃষ্ণ রায় চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান। পরে গাড়ি বহর দশমিনা উপজেলা নির্বচান কার্যালয়ের সমনে পৌছায়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা প্রায় দু’ঘন্টা ব্যাপী উপজেলায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে আলোচনা করার মাধ্যমে পরিদর্শণ শেষ করেন। উল্লেখ্য, পাশর্^বতী বাউফল উপজেলার নওমালা গ্রামে সিইসি কে এম নূরুল হুদার জন্মস্থান যাহা দশমিনা উপজেলার বহরমপুর ও বেতাগী সানকিপুর ইউনিয়ন সংলগ্নে অবস্থতি। এজন্য সিইসিকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ সড়কের ধারে সমাগত হয়েছেন। 
 
Top