ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  দেশটির সীমান্ত পেরিয়ে ফিলিস্তিনের ওড়ানো বেলুন ও ঘুড়ি প্রবেশের জবাবেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার।
স্থানীয় সময় সোমবার সকালে গাজার নয়টি স্থাপনায় এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।
ইসরায়েলের করা অভিযোগের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন থেকে কাপড়ে আগুন ধরিয়ে ঘুড়ি ও বেলুনে বেঁধে ইসরায়েলে পাঠানো হচ্ছিলো। দেশটির বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটাতে ফিলিস্তিনিরা এ কাজ করছে বলে অভিযোগ ওঠে।
ইসরায়েল সরকার জানিয়েছে, ফিলিন্তিনের এ ধরণের অভিনব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দেশটির বিভিন্ন খামারে কমপক্ষে আড়াই মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, গাজায় বিমান হামলার আগে সতর্কতামূলক গোলাবর্ষণ করা হয়। এ ছাড়া ড্রোন ব্যবহার করে ঘুড়ি ও বেলুনগুলো ধ্বংসেরও চেষ্টা করা হয়।
এদিকে আজ সকালে গাজা সীমান্তে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, সাবরি আবু কাদের নামে ২৪ বছরের ওই যুবক হাসপাতালে নেওয়ার এক ঘণ্টা পর মারা যান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গাজায় বর্তমানে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করছে। এক দশকেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ হামাসের হাতে রয়েছে।
 
Top