প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন পার্টি নির্বাচন করবে, কোন পার্টি করবে না- এটা দলীয় সিদ্ধান্ত। এটা আমরা চাপিয়ে দিতে পারি না। নির্বাচন না করলে ধরে নিয়ে যাবো, জেলে পাঠাবো- এটা তো আমরা বলতে পারি না। আর আগামী নির্বাচনে কে জিতবে বা হারবে সেটা নির্ভর করছে জনগণের ওপর। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিন দেশের সফর নিয়ে লিখিত বক্তব্য পড়ার পর বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।