এম. সাফায়েত হোসেন, দশমিনা (পটুয়াখালী):
আজ প্রখর রোদ পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর খেয়া পাড়াপারের সময় বজ্রপাতে প্রাণ গেলো রিফাতে সঙ্গী জসিম ও মাঝি সেরাজুল আহত। স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টা উপজেলার আলীপুর মাঝি সেরাজুল খেয়ায় পাড়াপার হচ্ছেন স্থানীয় ইউনুচ মাতব্বরের ছেলে রিফাত (২৮) ও রসিদ খানের ছেলে জসিম খান (৩০) হঠাৎ বজ্রপাতের শব্দ। খেয়ার নৌকায় পরে আছে ৩ জন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আহতদের। কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত্যু ঘোষণা করেন। সেরাজুল (৪০) ও জসিম চিকিৎসারত রয়েছেন।